পোশাকশ্রমিকদের জন্য সর্বজনীন পেনশন চালু করতে চান শ্রম উপদেষ্টা

New-Project-9.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শ্রমিকদের সামাজিক নিরাপত্তার নিশ্চিত করতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সকল পেশারই সামাজিক নিরাপত্তা থাকে। আমাদের শ্রমিকদেরও পেনশন স্কিমের আওতায় আনার একটি স্বপ্ন আমাদের আছে, অবসরের পর কেউ যাতে খালি হাতে ফিরতে না হয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তার নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

scroll to top