নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. মাসুদ মিয়া।
আহতরা হলেন- বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।
এদিকে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবিও জানান তারা। শুক্রবার (২০ ডিসেম্বর) পলাশীর মোড়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এসব দাবি জানান।