‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে ভিড়ের চাপে পদদলিত হয়ে মারা যান রেবতী নামে ওই নারী। রক্ষা পায়নি তাঁর ছোট্ট শিশুও।
নিহত রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান।
পলিশ জানায়, বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। রাত সাড়ে ১০টা নাগাদ অর্জুন আসছেন, খবর পেয়েই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও। লাঠিচার্জ করেও জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে গিয়েই দর্শকের উত্তেজনা শুরু হয়। ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। এই পরিস্থিতিতেই পদদলিত হন ৩৯ বছর বয়সী রেবতী। এ সময় গুরুতর আহত হয় তার নয় বছরের শিশু পুত্র। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।