পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: আইজিপি

New-Project-14-3.jpg
নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ ও পেশাদার সংস্থায় পরিণত করতে কাজ করছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাহারুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের এই মহৎ উদ্যোগের সঙ্গে সবাই একাত্ম। পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এদিন সারদায় ৪০তম ক্যাডেট এসআইদের (২০২৩ ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান বাহারুল আলম। এ সময় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এবারের কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়। পরে নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান পুলিশ প্রধান।

Leave a Reply

scroll to top