পুরো দেশকে তারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে: শফিকুল আলম

New-Project-21.jpg
নিজস্ব প্রতিবেদক

গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা আমাদের প্রধান অগ্রাধিকার। পুরো দেশকে তারা (আওয়ামী লীগ) লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে লুটপাট করে যে টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে, সেই টাকা ফেরত আনার চেষ্টা করা হবে সরকারের অন্যতম একটি অঙ্গীকার। সেই লক্ষ্যে ১০ ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসহ (এফবিআই) এ বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে, তাদের সঙ্গে বৈঠক করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র ভয়াবহ। অনেকেই এর বৈধতা দিতে চেয়েছে। এসব ঘটনাকে আতঙ্কজনক বলেছেন প্রধান উপদেষ্টা। লুটপাটের এই ঘটনাগুলো টেক্সটবুকে আসা উচিত যেন নতুন এবং পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয় জানতে পারে।

শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা আমাদের প্রধান অগ্রাধিকার। পুরো দেশকে তারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ফোকলা করে দেয়া হয়েছে, তা সবাই জানতে পারবে।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কী? আমরা এর খরচটাই তুলতে পারছিনা। টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে সেটা বের করা এবং টাকা দেশে ফেরানোই সরকারের লক্ষ্য।

Leave a Reply

scroll to top