পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-ছাত্রদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

New-Project-2024-12-17T235929.107.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ভিসি ড. মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন। তাদের মধ্যে বাদশা শেখ নামে এক শ্রমিক নেতা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান।

এছাড়া ঘটনায় শ্রমিক দল পিরোজপুর জেলা কমিটি দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন- পিরোজপুর পৌর শ্রমিক দলের সভাপতি আঃ রাজ্জাক ফকির, জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ শেখ ও পৌর শ্রমিক দলের সদস্য মো. মাসুম।

এ ঘটনা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন দুঃখ প্রকাশ করে বলেন,দোষীদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় প্রক্টর মুসা খানসহ পাঁচজন আহত হন।

Leave a Reply

scroll to top