পিরোজপুরে পৃথক বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

New-Project-55.jpg

গ্রেফতার যুবলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পৃথক বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জিয়ানগরের ইন্দুরকানী উপজেলার আওয়ামী লীগ কর্মী ও শিক্ষক নাসির উদ্দিন ফকির (৪৮) এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা নাসির উদ্দিন হাওলাদার।

ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন ফকিরকে বুধবার (১৪ মে) সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ইন্দুরকানি থানা পুলিশ। তিনি ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার (মামলা নম্বর: জি/আর ৬৭/২৪) পলাতক আসামি ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, পিরোজপুর সদর থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও লুটপাটসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলার ২ নম্বর আসামি নাসির উদ্দিন হাওলাদারকে ঢাকার যাত্রাবাড়ী থানার ভাংগাপ্রেস এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার (১১ মে) রাতে তাকে পিরোজপুরে এনে সোমবার (১২ মে) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর পিরোজপুরে জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিমের ওপর হামলা, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও চাঁদাবাজির অভিযোগে একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। মামলায় কৃষক লীগ সভাপতি চান মিয়া মাঝি, যুবলীগ নেতা নাসির হাওলাদারসহ ১০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর উভয় আসামিকে আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

scroll to top