পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে গতবার ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও বাঁহাতি এই পেসারের প্রতি আস্থা রাখেনি কোনো দল।
আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ।