পাহাড়সম রান গড়ে সাউথ আফ্রিকার ইনিংস ঘোষণা

New-Project-7-3.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

৩৩, ১৭৭, ১০৬, ৫৯, ১২, ০ ১০৩, ৭০… চট্টগ্রাম টেস্টে সাউথ আফ্রিকার ব্যাটারদের রান সংখ্যাটা ঠিক চোখ ধাধানো। তিন সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় দিনের শেষ বেলায় পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। জয়ের আশা করলে বাংলাদেশকে টেক্কা দিতে হবে এই বিশাল অঙ্ক।

প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ফাইফারের পরও ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার।

scroll to top