পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

New-Project-16-3.jpg

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ক্যাম্পাস প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ছাত্র হলের দশ তলার একটি রুম থেকে গলায় দড়িসহ অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর থানা পুলিশের একটি দল অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। এর আগে বিকেল চারটার দিকে অজ্ঞাত লাশের খবর পাওয়া যায়।

বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ছেলেদের জন্য নির্মাণাধীন দশ তলা হলের কাজ প্রায় শেষের দিকে।

মঙ্গলবার থেকে ভবনটি হস্তান্তরের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়। বুধবার দুপুরে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি। পুলিশ এসে লাশটি ভবনের দশতলার একটি কক্ষে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. মোরতোজা আলী খাঁন জানান, ঘটনাটি সম্ভবত ঈদের আগেই ঘটেছে। লাশটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে লাশের গলায় ফাঁসির রশি এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে প্রশাসনকে জানালে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে এর লাশটি উদ্ধার করেন।তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

scroll to top