বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি অথবা তার বেশি বোর্ড সভায় উপস্থিত না থাকায় সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও বিপিএল চেয়ারম্যান শেখ সোহেলসহ ১১ জন পরিচালককে বরখাস্ত করেছে বিসিবি। এছাড়া পদত্যাগ করেছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকেকভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
বরখাস্ত হওয়া বাকি নয়জন বোর্ড পলিচালক হলেন- মঞ্জুর কাদের, আ জ ম নাসির উদ্দিন, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ, ওবেদ নিজাম, গাজী গোলাম মুর্তোজা ও নাজিব আহমেদ।
এই ১১ জন ছাড়াও পদত্যাগ করেছেন বিসিবির তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন এবং এনায়েত হোসেন সিরাজ।