বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নতুন আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কপিলের অভিযোগ, ইমেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে।মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ইমেইল আবার এসেছে পাকিস্তান থেকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
এরপরেই শহরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ ৷ কয়েকমাস আগেই বাবা সিদ্দিকীর ওপর হামলা হয় ৷ অক্টোবরে তাঁকে গুলি করে খুন করা হয় ৷ সেই ঘটনার দায়ভার নিয়েছিল বিষ্ণোই গ্যাং ৷ সলমন খানকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সইফ আলি খানের ওপর ছুরি দিয়ে হামলা হয়েছে ৷ সব মিলিয়ে এখন বিনোদনের একাধিক তারকার ওপর ঝুলছে মৃত্যুর খাঁড়া ৷