পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত ২৭

New-Project-92.jpg
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

দেশটির বালুচিস্তান প্রদেশের কাচি জেলায় সশস্ত্র গোষ্ঠীদের এক গোপন আস্তানায় সোমবার (১৩ জানুয়ারি) এই অভিযান পরিচালিত হয়। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর তারা বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেক দিন ধরেই গ্রেফতারের জন্য তাদের খুঁজছে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এসব বিচ্ছিন্নতাবাদীদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান আইএসপিআর বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্ষতি সাধনের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

scroll to top