পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ

New-Project-8-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভারতের পরিবর্তে এবার পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। উচ্চ মানসম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কর্মকর্তাদের মতে, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাচিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প।

এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। দুই দেশের মধ্যে চলমান পরিস্থির কারণে আরও একাধিক পণ্যের আমাদানির ক্ষেত্রে বিকল্প দেশের সাথে সম্পর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

scroll to top