চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা উঠেছে। বাংলাদেশসহ ৭৫টি দেশের ২২০টি সিনেমা নিয়ে শুরু হলো এবারের আয়োজন।
টানা ৪বারের মতো মর্যাদাপূর্ণ এই আসরের উপস্থাপনা করেন এ সময়ের ব্যস্ততম উপস্থাপক সাদিয়া রশ্নি সূচনা।উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করে মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম।
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকাশের একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা দের সাথে পরিচিত হতে পারি তাদের ফিল্ম দেখার মাধ্যমে। তাদের দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি।’
রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শনিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হলো এই উৎসব।ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। আরও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
উদ্বোধনী সংগীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।উদ্বোধনী বক্তব্য রাখেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। উৎসবে তাকে আমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান রেইনবো ফিল্ম সোসাইটি অথরিটি কে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভাইব্র্যান্ট কালচারাল এক্সচেঞ্জ এর একটি মাধ্যম। ঢাকায় এই আয়োজনের পাশাপাশি চীনে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন। উৎসবে মোট ১৫ টি সিনেমার সঙ্গে সঙ্গে ১৫ টি চীনা ফিল্ম প্রোডাকশন টিমের সাথে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টিমগুলো।’
এরপরই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান’।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯ তারিখ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।