শেষ কবে হলে বাংলা সিনেমা দেখে মনে হয়েছে, পর্দায় সমাজের এক টুকরো চিত্র ফুটে উঠেছে? শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি দেখে মনে হবে এ যেন সিনেমা নয়, পর্দায় বাস্তবের এক নিখুঁত রূপান্তর।
‘প্রিয় মালতী’ সিনেমায় ‘মালতী’ হয়েছেন মেহজাবীন চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হলো। ১৫ বছরের ক্যারিয়ারে নাটক, সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তবে প্রিয় মালতী সিনেমায় যেন আগের সব কাজ ছাড়িয়ে গেছেন। নাটকের সেই ‘পাশের বাড়ি মেয়ে’ বা রোমান্টিক নায়িকা নন, বরং জটিল এক চরিত্রে, পুরো সিনেমাটিকে নিজের কাঁধে নিয়ে অনায়াসে হেঁটেছেন তিনি।
চলচ্চিত্রটির পটভূমি গড়ে উঠেছে মালতী রানী দাশ নামে এক সংগ্রামী নিম্ন-মধ্যবিত্ত নারীর জীবনের গল্পকে কেন্দ্র করে। মালতী ও পলাশ কুমার দাশ, এক তরুণ দম্পতি, একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। তারা স্বপ্ন দেখছিলেন একটি সাধারণ কিন্তু সুখী সংসারের—যেখানে প্রতিদিনের ছোট ছোট আনন্দ, খুনসুটি, আর ভালোবাসার বিনিময়ে তারা জীবনের রঙিন মুহূর্তগুলো উপভোগ করতেন।
এ সিনেমায় মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন রিজভী রিজু। চরিত্রটি ছোট হলেও তাঁর উপস্থিতি ছিল সাবলীল। মেহজাবীনের সঙ্গে তাঁর রসায়নও ভালো ছিল। বাবার চরিত্রে অসহায়তা আর লোভ—এই দুটি দিকই অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন আজাদ আবুল কালাম। একইভাবে শাহজাহান সম্রাট ও নাদের চৌধুরী নিজেদের চরিত্রে সেরাটা দিয়েছেন। নেতিবাচক চরিত্রে আনিসুল হক বরুণের কথা আলাদাভাবে বলতে হয়। ব্যাপারী চরিত্রে তিনি ছিলেন লা–জওয়াব।