পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

New-Project-2025-01-05T024358.416.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নরসিংদীতে পরীক্ষা দিতে আসা এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার ( ৪ জানুয়ারি) বিকেলে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের পুলিশ লাইন এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশে হস্তান্তর করার বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস।

মারধরের শিকার হওয়া সুমিত সরকার (২২) নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী ও একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে গাজীপুর কালিগঞ্জ এলাকার রাজকুমার সরকারের ছেলে নরসিংদীর দগরিয়ায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন।

অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বলেন, “পরীক্ষা শেষে কোন একজন ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনেছি। তারই ২০-২৫ জন সহপাঠী এসে আমাকে ঘটনাটি জানান। পরে আমি পুলিশকে ফোন করলে তারা জানান বিষয়টি রাজনৈতিক”। মারধর করে পুলিশে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “তাকে মারধর করার ঘটনা ঘটেছে কিনা বিষয়টি আমি নিশ্চিত না, ঘটেও থাকতে পারে। তবে তার সহপাঠীদের বরাতে জানলাম ছেলেটি রাজনীতি করলেও অত্যান্ত নম্র,ভদ্র। কোনরূপ অশুভ কাজে জড়িত ছিল না। ঘটনাটি আমার খারাপ লেগেছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সকলেই আমার শিক্ষার্থী। তবে আজকে তার শেষ পরীক্ষা ছিল বলে পরীক্ষার কোনো ক্ষতি হবে না।”

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, “সুমিত পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাসায় ফিরছিল। পথে ছাত্রদলের নেতাকর্মীরা তার পথ আটকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে তার নামে কোনো মামলা বা অভিযোগ ছিল না। সে অত্যন্ত ভালো ছেলে। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তবে এ বিষয়ে জানতে ছাত্রদলের একাধিক নেতাকে ফোন করলে তাদের ফোনে পাওয়া যায়নি।

Leave a Reply

scroll to top