‘পরিবারিক ঐতিহ্যের ওপর ভর করে সফল হওয়া যায় না

New-Project-2025-03-22T171819.569.jpg
নিজস্ব প্রতিবেদক

‘পরিবারিক ঐতিহ্যের ওপর ভর করে সফল হওয়া যায় না। তার মানে এও নয় যে, বহিরাগতরাই সবসময় সফল হন। প্রতিভার সঠিক ব্যবহার আর প্ররিশ্রমের মধ্যে দিয়েই সময়কে জয় করে হয়। টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। আজ যদি আমাকে সফল অভিনেত্রী বলা হয়, তাহলে নিশ্চিত থাকুন, সেটি হয়েছে পরিশ্রমী বলেই।’ অভিনয় জগতের সাফল্য পাওয়া নিয়ে সম্প্রতি এমন সোজাসাপ্টা কথাই শুনিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

যিনি এরই মধ্যে দক্ষিণী সিনেমার পাশাপাশি জয় করেছেন বলিউডে সিনেমা দর্শকের হৃদয়। তামান্নার কথায়, শিল্পীরা হয় ‘স্বজনপোষণজাত’ বা ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’। অর্থাৎ তারা পারিবারিক ঐতিহ্য নিয়ে অভিনয়ে আসেননি। ১৫ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর বলিউডের এই মেরূকরণের বিষয়টি স্পষ্ট হয়েছে তাঁর কাছে। তাই নিজে ‘নেপো কিড’ কিংবা ‘বহিরাগত’ না হওয়ায় একটা সময় দুশ্চিন্তায় ছিলেন। বারবার ভেবেছেন, নিজেকে তা হলে কোন দলে ফেলা যায়? শেষমেশ কাজের অভিজ্ঞতায় বুঝে গেছে, টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার। এই গুণ না থাকলে নিজেকে প্রমাণ করা যায় না। তিনি ১৩ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। একটু একটু করে শেখা আর আত্মবিশ্বাস ধরে রেখে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়েই এতদূর আসতে পেরেছেন।

Leave a Reply

scroll to top