৫ আগস্টের পরিবর্তন স্বীকার করে ঢাকা-দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, গত দু-তিন মাসে ব্যবসা-বাণিজ্যে যে মন্দা যাচ্ছে, তাতে শুধু বাংলাদেশেরই নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক- পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে। এটা স্বীকার করেই দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে।
ভারত যদি আমাদের সবাইকে একসঙ্গে নিতে পারতো তাহলে তাদেরও সুবিধা হতো আমাদের সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে ভারতের অবস্থান খুবই ভালো কিন্তু গত দুই-তিন মাসে যে ব্যবসায়িক মন্দা যাচ্ছে সেটা কি শুধু বাংলাদেশকে ইফেক্ট করছে!
তিনি যোগ করেন, এই অবস্থা শুধু বাংলাদেশকে ইফেক্ট করছে না, ভারতকেও ইফেক্ট করছে। পরিমাণটা এত বেশি না তবে ইফেক্ট কিন্তু পড়ছে। কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে।