বলিউডের অন্যতম পাওয়ারফুল কাপল গোবিন্দ ও সুনীতা । তাদের পারিবারিক সম্পর্ক নিয়েও কম চর্চা হয় না। তারা বলিউডের খুবই জনপ্রিয় জুটি। বলিউডে ৯০ দশকের অন্যতম সুপারস্টার গোবিন্দ। তেমন কোনও বলিউডি তারকার সঙ্গে তার নাম জড়ায়নি কোনদিন।
কিন্তু বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পিছনে নাকি রয়েছেন এক মারাঠি অভিনেত্রী।
তিনি বিয়ে করেন সুনীতাকে। অত্যন্ত অল্প বয়সেই বিয়ে করেছিলেন তারা। বলা হয়, গোবিন্দার সাফল্যের পিছনে যার সবথেকে বড় অবদান তিনি হলেন সুনীতা।
তবে এবার নাকি ভাঙতে বসেছে তাদের দীর্ঘ দাম্পত্য। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য নাকি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবটাই এখনও পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
তাদের বিয়ে তখন কাক পক্ষীও টের পায়নি। কারণ নায়ক বিবাহিত জানতে পারলে কমবে খ্যাতি। মহিলাদের উন্মাদনা কমে যাবে। তবে বিয়ের বছর তিনেকের মাথায় নিজেদের বিবাহিত জীবনের কথা সকলকে জানান গোবিন্দা। তারপর থেকে এতদিন সুখে সংসার তাদের। সমস্ত ঝড় ঝাপ্টা পেরিয়ে সুখী জীবন।
দুই সন্তানকে নিয়ে সুখী সংসার নায়কের। তবে এবার সেই সংসারেই বিষাদের সুর। এতদিন একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যাচ্ছেন গোবিন্দা-সুনীতা।
এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন তিনি নিজের দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন। আর উল্টো দিকের বাংলোয় একা থাকেন অভিনেতা। তবে কী আলাদা হয়েছেন তারা?
এমনটা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। ওই সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, “আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।”
প্রথম জীবনে স্ত্রীকে লুকিয়ে রেখেও কারো সঙ্গে সম্পর্কে জড়ায়নি। কিন্তু এখন এই পর্যায়ে এসে তীব্র সমালোচনার শিকার হবেন সেটা মেনে নেয়াটা কষ্টের।
এই বিষয়ে খোলসা করে কেউ কিছু না বললেও জানা গেছে, এত বছরের সম্পর্কে শেষ হতে চলেছে গোবিন্দা-সুনীতার। এই বয়সে এসে নাকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন নায়ক! আর সেই কারণেই নাকি গোবিন্দ- সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কেউ কিছু জানাননি।