পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৫ হাজার ইয়াবা জব্দ

New-Project-50-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পটুয়াখালীর নিজামপুর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাড়ে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন খবরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নিজামপুরের ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সেখানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য নির্দেশ দেয়া হলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেয়া ব্যাগটি তল্লাশি করে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

scroll to top