নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

New-Project-74.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সরকারের নির্দেশনা মোতাবেক ‌‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক করেছে নৌবাহিনী। শুক্রবার দিবাগত রাতে ভোরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তলসহ দুই ডাকাতকে আটক করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট।

অভিযানে আটক দুই ডাকাত হলেন- ওই ওয়ার্ডের মনির হোসেন বেপারি এবং রাসেল হাওলাদার। শনিবার সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার আবু বক্কর জানান, আটক দুই ডাকাত নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর ১টি দেশীয় পিস্তল, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম ও ৩টি দাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে নৌবাহিনীর সঙ্গে সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Leave a Reply

scroll to top