নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য ও হলসমূহের কর্মচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা।
রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রূহের মাগফিরাত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আগামী নেতৃত্বের প্রত্যাশী ও ১৫তম ব্যাচের শিক্ষার্থী আলজকি হোসেনের নেতৃত্বে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
উল্লেখ্য, ছাত্রদল নোবিপ্রবি শাখা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ছাড়াও তারা নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
এই ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল তাদের মানবিক দায়বদ্ধতা ও রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে এ উদ্যোগের প্রশংসা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকলেও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কারণে এটি কিছু মহলে সমালোচনারও জন্ম দিয়েছে।