বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শ্রমিক দলের উদোগে সুবর্ণচর উপজেলার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) ফায়ার সার্ভিস সংলগ্ন বৈরাগী রাস্তার মাথায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদে বেলা ২ ঘটিকার সময় সুবর্ণচরের দুই শতাধিক শীতার্ত মানুষদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নোয়াখালী জেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার কমিশনার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বেলাল হোসেন সুমন,শ্রমিক দল উপজেলা আহবায়ক মনজুরুল ইসলাম মজনু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্র দলের সদ্য বিদায়ী আহবায়ক তারেকুল ইসলাম, সদস্য সচিব মামুন হোসেন রোহান সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার কমিশনার বলেন, আমাদের সকলের নেতা, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজান ভায়ের পক্ষ থেকে জেলা শ্রমিক দলের আয়োজনে সুবর্ণচরের শীতার্ত মানুষদের জন্য আমাদের সামান্য উপহার এই শীতবস্ত্র। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে ক্ষমতায় আনতে একযোগে মিলেমিশে কাজ করার আহর্বাণ জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বেলাল হোসেন সুমন বলেন’আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের প্রয়োজনে কাজ করতে চাই। এসময় তিনি শীতবস্ত্র বিতরণের জন্য জেলা শ্রমিক দলের আহবায়ক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।