নোবিপ্রবিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন

New-Project-23-1.jpg

নোবিপ্রবিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন

২৪ ঘণ্টা বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘Solidarity With Palestine’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন হলের ছাদে উঠে পতাকা স্থাপন করে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা শহীদ আব্দুস সালাম হল’ ও ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলে এই পতাকা উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা জানান, তারা এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চান যেন ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর চলমান নির্যাতন বন্ধ হয় এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

উপস্থিত ছাত্রদের অনেকেই বলেন “মানবতা আজ হুমকির মুখে। আমরা শান্তিপূর্ণভাবে এই বার্তা দিতে চাই যে, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”

এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

এমন একটি উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং বিশ্ব নাগরিকত্ববোধের প্রতিফলন ঘটায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

scroll to top