৫৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কনটেস্ট আয়োজন করতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির। স্বাধীনাতা কনটেস্ট ২০২৫ নামের ব্যতিক্রমী এই উদ্যোগে ১ম পুরস্কার হিসেবে থাকছে ১০,০০০ টাকার প্রাইজমানি।
স্বাধীনতার ৫৪ বছরে সেক্টরভিত্তিক দুর্নীতিমুক্ত, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রত্যাশা, প্রাপ্তি, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায় বিষয়ে আয়োজিত হয়েছে নোবিপ্রবি স্বাধীনতা কন্টেস্ট ২০২৫। প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে
- আমাদের প্রত্যাশা কী?
- আমাদের প্রাপ্তি কতটুকু?
- কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ার অন্তরায় কী?
- সেই প্রতিন্ধকতা উত্তরণে আমাদের করণীয়।
কনটেস্টের বিবরণ:
কনটেস্টটিতে মূলত অংশগ্রহণ করতে হবে গ্রুপ হিসেবে। প্রতি গ্রুপে প্রতিযোগী থাকবেন ৩ জন। কনটেস্টের মূল বিষয় নিয়ে প্রজেক্ট প্রেজেন্টেশন (PPT ফাইল) আকারে জমা দিতে হবে। নির্বাচিত দলগুলো চূড়ান্ত প্রতিযোগিতায় প্রেজেন্টেশনের সুযোগ পাবে!
প্রজেক্ট ফাইল জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৫
প্রেজেন্টেশন তারিখ: শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
জমা দেওয়ার পদ্ধতি:
- প্রতি গ্রুপ থেকে একটিমাত্র ফাইল (File) পাঠাতে হবে, যেটি পাঠাবেন গ্রুপ লিডার
- ফাইলে গ্রুপের নাম, গ্রুপের সদস্যদের নাম, বিভাগ, সেশন, রোল উল্লেখ করতে হবে।
- ফাইলের নাম হবে গ্রুপের নাম এবং গ্রুপের লিডার এর নামে।
- ই-মেইল: [email protected]
পুরস্কারসমূহ:
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দল পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অধিকারকারী দল পাবে ৭ হাজার এবং তৃতীয় স্থান অধিকারকারী দল পাবে ৫ হাজার টাকা।