নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো আনন্দ শোভাযাত্রা

New-Project-25-2.jpg
নিজস্ব প্রতিবেদক নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও দফতর সমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।তিনি আনন্দ শোভাযাত্রায় উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং বৈশাখের তপ্ত রোদে কষ্ট করে যারা এই শোভাযাত্রায় এসেছেন সবাইকে ধন্যবাদ জানান।তিনি বলেন,’আমি আশা করি, এই নববর্ষ আমাদেরকে নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা দেবে। বিশ্ববিদ্যালয়েকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করবো। এক্ষেত্রে আমাদের প্রত্যেক সদস্যের দায়িত্ব হচ্ছে, আমরা দায়িত্বশীল আচরণ করবো এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতি বিরুদ্ধ কিছু করবো না।’
তিনি আরো বলেন, ‘নোবিপ্রবি একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পরিশেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হানিফ সবাইকে ঐক্যবদ্ধভাবে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

Leave a Reply

scroll to top