নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

New-Project-22-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন। আটককৃতরা হলো তৈয়ব আলী (৬০), বানারীপাড়ার ইলুরহাট গ্রামের শহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের সাইফুল (৪৫) আটককৃতরা মিয়ারহাট বাজারের রাত্রিকালীন পাহারাদারে নিয়োজিত ছিলেন।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করেন ওই ধর্ষিতা নারী। তার মায়ের অসুস্থতার কথা শুনে একদিনের জন্য তিনি গ্রামের বাড়িতে আসেন। সোমবার গভীর রাতে নেছারাবাদ আসেন, সেখান থেকে ট্রলার যোগে সন্ধ্যা নদী খেয়া পার হয়ে মিয়ার হাট টলার ঘাটে নামে। মিয়ার হাট বাজার থেকে যাওয়ার সময় পাহারাদাররা বিভিন্ন ধরনের হয়রানি মূলক কথাবার্তা জিজ্ঞেসাবাদ করে। তৈয়ব আলী নামের লোকটি পুলিশের ভয় দেখিয়ে অপর ০২জনের সহযোগিতায় ধর্ষণ করে, পরে বাকি ০২জনও ধর্ষণের চেষ্টা করলে আত্মচিৎকারে তারা শটকে পড়ে। রাতই টহলরত পুলিশের কাছে জানালে পুলিশ ০৩জনকে আটক করে।

এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছে। ঘটনা শুনে পাহারাদার ০৩ জনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

scroll to top