নির্বাচন ঘোষণার এখতিয়ার একমাত্র প্রধান উপদেষ্টার: আসিফ নজরুল

New-Project-31.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সম্প্রতি চ্যানেল আইয়ের এক সাক্ষাৎকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। তার এই বক্তব্যের পর আলোচনা শুরু হয় দেশের রাজনৈতিক অঙ্গণে। আইন উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব বলেও মন্তব্য করেছিলেন ধর্ম উপদেষ্টা বআ ফ ম খালিদ হোসেন। তবে এবার নিজের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আসিফ নজরুল।

শনিবার টেলিভিশনে নিজের সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি ব্যাখা সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর ।

তিনি আরও বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।

আইন উপদেষ্টা লিখেছেন, এই শর্তভিত্তিক ধারনা ও অনুমানকে কিছু গনমাধ্যম নির্বাচনের ঘোষনা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষনার এখতিয়ার রাখেন।

Leave a Reply

scroll to top