নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্যদের সুপারিশ করা হবে: মন্ত্রীপরিষদ সচিব

New-Project.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সৎ, দক্ষ, যোগ্যদের নাম সুপারিশ করবে সার্চ কমিটি বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।
আজ রবিবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সৎ, দক্ষ, যোগ্যদের সুপারিশ করবে। এখানে মন্ত্রীপরিষদ সচিব সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির আজ প্রথম কর্মপদ্ধতি ঠিক করা হবে। বাকি কাজ কিভাবে হবে তা আজকের বিভিন্ন আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

উলেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই কমিটি ১৫ দিনের মধ্যে যে দশজনের নাম প্রস্তাব করবে, সেখান থেকে পাঁচজকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দিবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই কমিশনের অধীনেই হবে।

Leave a Reply

scroll to top