নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে

আরাবি ইসলাম সুবা
২৪ ঘণ্টা বাংলাদেশ

মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা-র সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার দুইদিন পর তার অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত করা হয়েছে, তবে এখনো পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।

মোহাম্মদপুর থানার সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর আরাবি ইসলাম সুবার-র বাবা ইমরান রাজীব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়,এক ছেলের সঙ্গে কথা বলার পর সুবা তার সঙ্গে চলে যায়।পুলিশের অনুসন্ধানে জানা গেছে, সুবা স্বেচ্ছায় নওগাঁয় গিয়েছে এবং তার সঙ্গী ওই ছেলের নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণেই সে সেখানে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে দুজন পালিয়ে যেতে না পারে

কীভাবে নিখোঁজ হলো আরাবি ইসলাম সুবা?

বরিশাল থেকে ঢাকায় আসার পর ১১ বছর বয়সী সুবা গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে তার ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়।এরপর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় গিয়ে নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ছেলের হাত ধরে সে চলে যাচ্ছে। তদন্তের মাধ্যমে ছেলেটির মোবাইল নম্বর শনাক্ত করে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে।

পরবর্তী পদক্ষেপ

মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, মেয়েটির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সুবা ও মোমিনের মধ্যে সম্পর্ক ছিল, যা তার নিখোঁজ হওয়ার অন্যতম কারণ হতে পারে। পুলিশ বর্তমানে মোবাইল ট্র্যাকিং ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
পরিবার ও পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুবাকে উদ্ধার করা সম্ভব হবে।

Leave a Reply

scroll to top