’নাহিদ একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’

New-Project-2025-02-25T024513.988.jpg

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে নাহিদ ইসলাম

২৪ ঘণ্টা বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনল ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।

উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলামের আবারও রাজপথে প্রত্যাবর্তনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। রাজপথে নাহিদ ইসলামকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে সারজিস লিখেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম, সহযোদ্ধা।’

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আরও অনেকেই। এদের মধ্যে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী। তার বয়স মাত্র ২৬ বছর কিন্তু ইতোমধ্যেই তিনি একজন নিষ্ঠুর স্বৈরশাসকের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন’।

তিনি আরও লিখেছেন, ‘দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সৃষ্টিকর্তা জানেন, একদিন তিনি (নাহিদ) হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’।

অপরদিকে নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে নাহিদ ইসলামের পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে এক পোস্ট দেন অপূর্ব জাহাঙ্গীর। পোস্টে তিনি লেখেন, ‍‌‌একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন। আপনি বাজি ধরতে পারেন।

এদিকে নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দিতে পারেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

scroll to top