জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সকল ছাত্রী হলগুলোর সম্মিলিতভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
জাবি শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘আমরা এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র হলে ইফতার মাহফিলের আয়োজন করেছি। কিন্তু এখনো আমাদের সাংগঠনিক কাঠামো পরিপূর্ণ না থাকায় ছাত্রী হলগুলোতে তা আয়োজন করা সম্ভব নয়। তাই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্মানার্থে ও তাদেরকে ইফতার মাহফিলের অংশী করতেই আমরা এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নারী নেতৃবৃন্দ ও অ্যাথলেটসহ সর্বস্তরের সকল সাধারণ নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভালে সম্পন্ন হয়েছে।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত। জুলাই অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিলো অগ্রগণ্য। সমাজে নারীদের নারীর ক্ষমতায়ন ও সমতায়ন নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের সম্মানার্থে আমরা ইফতারের আয়োজন করেছি। সব হলের নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”