জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীরা সামর্থ অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবো না। তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের নেতারা বলতেন, তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের পাঁচ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে। সেটি মিথ্যা প্রমাণ হয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো শকুনেরা ওপর থেকে ছোবল মারতে চাইছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শকুন যেন ওপর থেকে নিচে না নামতে পারে।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহানবী (স.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধ ক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে। তারা সামর্থ অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবো না। তারা ইচ্ছা খুশিমতো পোশাক পরতে পারবে।
আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ মন্দির মঠ গীর্জা কোন কিছুই পাহারা দেওয়া লাগবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতোম পেচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, গত সরকারের নির্যাতনে দেশের মধ্যে সর্বাধিক শহীদ হয়েছেন সাতক্ষীরার মানুষ। এসব পরিবারের খোঁজ নিতে আমি সাতক্ষীরায় এসেছি।