নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল

New-Project-68.jpg
নিজস্ব প্রতিবেদক

এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  নারায়ণগঞ্জ চাষাঢ়ার ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রথমেই তারা পার্বত্যবাসীকে উস্কানি দিলো। ৫৩টা বছর জাতিকে টুকরা টুকরা করে রাখা হয়েছে। তাদের বলা হলো বাংলাদেশে যারা বসবাস করে তারা বাঙালি। এখানে যারা থাকবে বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্যবাসী তার একথায় প্রতিবাদ করলো। অস্থির হয়ে উঠলো। তারা বললো আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। এভাবে প্রথমেই একটা বিভক্তি টেনে দিলেন। সেই পার্বত্য অঞ্চল অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্ত হলো না। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো। তাদের হাতে ১০ হাজার সামরিক কর্মকর্তা এবং সৈনিক নিহত হলো। এরপর তারা বলা শুরু করলো স্বাধীনতার পক্ষের একদল বিপক্ষের আরেক দল।

বক্তব্যের শুরুতেই আমীরে জামায়াত বলেন, এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। আমার আরও অনেক আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন আমীর ছিলেন। সেই আমীরের নামে এই নারায়ণগঞ্জের একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে ৭২ ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে লিখে রেখেছিল এই লোকের নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, এসপি সাহেব আমার নামে একটা অগ্রীম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে খুন করবো। আলহামদুলিল্লাহ স্বৈরাচারের জুলুমের শিকার হয়ে তিনি কারাগারে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে সরাসরি খুন করতে। অধ্যাপক গোলাম আযম সাহেবকে তিনি নিষিদ্ধ করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। তিনি প্রশ্ন রাখেন, যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? মাঠ থেকে জবাব আসে ‘না’। তিনি বলেন, দম্ভ-অহংকার করতে নাই।

অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল বলেন, সবাই জেনে গেছে জামায়াতের লোকজন জীবন দিতে পারে, তাদের কেনা যায় না। আধিপত্যবাদীরা জামায়াত নিয়ে ষড়যন্ত্র করেছে। কিনে নিতে চেয়েছে। কিন্তু পারেনি। আগামি দিনে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর হাত শক্তিশালী করতে হবে। নারায়ণগঞ্জকে ইসলামের ঘাঁটি বানাতে হবে।

 

Leave a Reply

scroll to top