নায়ক রাজ রাজ্জাকের আজ ৮৩ তম জন্মদিন

New-Project-2025-01-23T171303.299.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের মহারাজ খ্যাত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮৩ তম জন্মদিন আজ। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’-এ একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ঢাকাই সিনেমায় নাম। যদিও এর আগেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই অভিনেতার। নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়ক রাজের যাত্রা শুরু হয় জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন তরুন রাজ্জাক। তিনি শুধু নায়ক নয় ছিলেন সফল পরিচালকও। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে অন্যতম আয়না কাহিনী,ছুটির ঘন্টা প্রভৃতি।

১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই সেরা নায়ক হয়ে বাংলাদেশ ও ভারতে অভিনয় করেন অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।

রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘পিচ ঢালা পথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘জীবন থেকে নেয়া’, ‘কী যে করি’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। সিনেমা প্রযোজনাও করেছেন চিত্রনায়ক রাজ্জাক।

২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রবাদ-প্রতিম অভিনেতা রাজ্জাক।

Leave a Reply

scroll to top