নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট রুটে বন্ধ ফেরি চলাচল

New-Project-30.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট রুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ফলে দুই ঘাটে আটকে পড়েছে অন্তত তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

শুক্রবার রাত ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে শনিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে কয়েক দিন ধরেই আরিচা ঘাটের কাছে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। যে কারণে ধারণক্ষমতার অর্ধেক ওজন নিয়ে ফেরি চলাচল করছিল। পানি কমতে থাকায় চ্যানেল আরও সরু হয়ে গেছে। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি বারবার ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় ভোগান্তিও বাড়ছে। শুক্রবার রাত ১০টার দিকে ফেরি চলাচল একেবারে বন্ধ করা হয়।

Leave a Reply

scroll to top