নান্দাইল ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে ইমরান-নাইম

New-Project-3-3.jpg

নান্দাইল ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে ইমরান-নাইম

২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকায় অধ্যয়নরত ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ, সেবা প্রদান ও সামাজিক উন্নয়নমূলক কাজ করতে ঢাকাস্থ নান্দাইল ছাত্র কল্যাণ পরিষদ (ঢানাছাপ) আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে। গত ১৭ মার্চ সন্ধ্যায় কাটাবনের গ্লোরিয়াস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগের কমিটির সভাপতি আশরাফুজ্জামান শোয়েব এবং সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ মুন্না নতুন কমিটির সভাপতি ইমরান মোহাম্মদ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির নেতৃত্বে ইমরান মোহাম্মদ কামরুজ্জামান। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। তিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদ হাসান নাঈম।যিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্ধারিত হয়েছেন বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীরা।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে লিমা আক্তার সাথী(ঢাবি), ১নং সহ-সভাপতি হিসেবে মোঃ শরিফুল ইসলাম(তিতুমীর কলেজ), সহ-সভাপতি হিসেবে মোঃ শরিফুল ইসলাম(ঢাকা কলেজ),সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাঈম সরকার(কবি নজরুল সরকারি কলেজ)।

নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য নান্দাইল উপজেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, উন্নয়নমূলক কার্যক্রম এবং ঐক্য বজায় রাখার জন্য কাজ করবে। তাদের লক্ষ্য কেবল অ্যাকাডেমিক সাফল্য নয়, বরং সকল সদস্যের সমন্বিত উদ্যোগে সামাজিক কার্যক্রম পরিচালনা করা এবং এলাকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।

সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়েছে। নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা আস্থা রেখে আগামী এক বছরে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

scroll to top