নানা পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই: প্রধান উপদেষ্টা

New-Project-52.jpg
নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি থাকবে। তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। এত বড় দেশে কোনো ঘটনা ঘটতে পারে, তবে দোষীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের পার্থক্য থাকলেও, আমরা কেউ কারও শত্রু নই। আমরা বাংলাদেশি, আমরা সবাই এক কাতারে। যখন শপথ নেই, তারপর শুনি যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। আমার মন খারাপ হয়ে গেল। আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। সেখানেও বললাম আমরা এক পরিবারের। তারা দাবি-দাওয়া জানালেন। পরিষ্কার দাবি, সবার সমান অধিকার। এই অধিকার সংবিধানের। রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করা।

তিনি বলেন, আমি তাদের আন্তরিকভাবেই বলেছিলাম যে আমরা এটা দেখব নিশ্চিত করার ব্যাপারে। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে, সেগুলো তার কাছে পৌঁছে দেওয়া ও নিশ্চিত করা আমার কাজ।

তিনি বলেন, দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তখন তৃপ্তি পেলাম একটুতো কাজ করেছি। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে। বিদেশি গণমাধ্যম বলবো না প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে, এসব হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি, কি হচ্ছে? সবদিকে দেখলাম এটা হচ্ছে না। এক খবরে বলা হচ্ছে, আরেক খবরে বলা হচ্ছে না, তথ্যের মধ্যে ফারাক আছে। এটা ঠিক না। এটার অবসান হতে হবে। আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে। ভুল তথ্যের ওপর বসে থাকার কিছুই নাই, এটার অর্থ অন্ধের মত বসে থাকা। ভেতরে গিয়ে দেখতে হবে। খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন? তাতে ওরা যা বলছে তা কি মিথ্যা প্রচার? না আমরা যা বলছি তা মিথ্যা প্রচার। সত্যটা কোথায়।

scroll to top