নাজিরপুরে বিদেশী সিগারেট সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

New-Project-2025-01-04T204410.867.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরে নাজিরপুর উপজেলায় মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ০৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ও নাজিরপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ০১টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের পোনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম শেখ উপজেলার মালিখালী ইউনিয়নের পোনাখালী গ্রামের মৃত: মোতালেব শেখের ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড  অপারেশন) মোঃ মুকিত হাসান খান নিশ্চিত করে জানান, সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে ঢাকা ও  চট্টগ্রাম থেকে বিদেশী ব্রান্ডের  অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকার হাটে বাজারে সরবরাহ করতো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এবং তার মা আলেকজান বিবির বসতবাড়ির টিনের তৈরির স্টোরের রুম থেকে ০৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট  জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ০১ লক্ষ ২০ হাজার টাকা।

এ বিষয়ে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

scroll to top