নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনী।
নিহতরা হলো রায়পুরার মেতিকান্দা এলাকার সামসু মিয়ার ছেলে ও সাবেক মেম্বার মানিক মিয়া, কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেল এর সমর্থক।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে গত কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলছিল। তারই জেরে আজ সকালে ২ গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় হারুন গ্রুপের সমর্থকদের কোপের আঘাতে রুবেল গ্রুপের ২ জন নিহত হন। এ ছাড়া আহত হওয়া ১০ জনের সকলেই রুবেল গ্রুপের সদস্য বলে জানা গেছে। আহতদের মধ্যে অন্তত ৫ জন গুলিবিদ্ধ বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গুলির বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করেনি।