শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বিভিন্ন কর্ম সূচী। আজ সকাল থেকে পুরো ক্যাম্পাস জুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে নতুন বর্ষ কে স্বাগতম জানানো হয়।
শাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী সকলের অংশ গ্রহণের মাধ্যমে নতুন বর্ষ কে ঘিরে বর্ণিল আয়োজনে পালন করা হয় নানা অনুষ্ঠান। সকাল থেকে শিক্ষার্থী শিক্ষক এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নতুন বর্ষকে বরণ করার আয়োজন করা হয়। সকাল ১০ ঘটিকায় ক্যাম্পাসের গোল চত্বর হইতে রেলি বের হয়ে বিভিন্ন বিভিন্ন একাধিক একাডেমিক শিক্ষা ভবন প্রদক্ষিণ করতে থাকে। এসময় তারা এসো হে বৈশাখ এসো এসো স্লোগান দিতে থাকে।

শাবিপ্রবিতে নববর্ষ উপলক্ষে সকলের জন্য উন্মুক্ত ক্যাম্পাস!
আজ নতুন বর্ষকে ঘিরে পুরো ক্যাম্পাসে সাত সাত উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। ক্যাম্পাসের বাস্কেটবল মাঠ, ভলিবল মাঠ এবং রাস্তার দুই পাশে বিভিন্ন স্টল বসিয়ে মেলার আয়োজন করা হয়। আজকে সারাদিন এই মেলা চলবে এবং সকলের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মেলায় ঘুরতে আসা একাধিক বহিরাগত দর্শনার্থীদের সাক্ষাৎকারে জানা যায় তারা এই আয়োজনে খুবই উৎফুল্ল এবং খুশি। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছে । সরজমিন ক্যাম্পাসে ঘুরে দেখা যায় ছোটবড় সকল শ্রেণী পেশার মানুষ মেলা উপলক্ষে ক্যাম্পাসে ঘুরতে এসেছে। ক্যাম্পাসের বিভিন্ন দর্শনীয় স্থানে ফটোসেশান করতেও দেখা গেছে এসময়। ক্যাম্পাসের মুক্তমঞ্ছে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাছাড়া ক্যাম্পাসের এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রসাশনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।