ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমনির ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। এই নায়িকা কলকাতায় শুরু করেছেন নতুন এক অধ্যায়। তার প্রথম কলকাতার ছবি ‘ফেলুবক্সী’। ছবিতে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।
সবকিছু ঠিক থাকরে ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হতে চলছে পরীমণির। আগেই ঘোষণা করা হয়েছিলো, সামনের বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমাটি। এবার সামনে আসলো সিনেমায় পরীমণির লুক।
সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
পরী তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষকরে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়’।
ঢাকাই ছবির এই সময়কার গ্ল্যামার গার্ল পরীমনি রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। অবশ্য ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। তারপরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পরীমনি কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরীমনি। নতুন বছরেও থাকছে ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে সেই ধারাবাহিকতা।