নতুন বছরে চমক নিয়ে আসছে – ফারিণ

New-Project-106.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নতুন বছরেও আরও একটি গান উপহার দিতে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।শুধু অভিনয় নয় গান গেয়েও দর্শকদের মনে কেরেছে এ-ই অভিনেত্রী। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলমেনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রের কথা চরিত্র অভিনয় করেন। এ বছর গান গেয়েও সাড়া ফেলেছেন এই তারকা। তাহসানের সঙ্গে তাঁর গাওয়া গানটি ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন।

 

‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি)-এর পুরস্কার আসরে নতুন বছরে নিজের পরিকল্পনার কথা জানান ফারিণ। অনুষ্ঠানে একটি পুরস্কারও পেয়েছেন তিনি । পুরস্কার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার হাতেও একটি পুরস্কার উঠেছে। “বছরের শেষ টা কাটাতে চান পরিবারের সাথে ”

সিনেমার প্রসঙ্গে কথা আসলে ফারিণ বলেন”‘ভালো ভালো সিনেমা তো হচ্ছে। আমার কাছে ও রকম ভালো সিনেমা এলে অবশ্যই করতে চাই। সামনের বছর আমার একটি নতুন সিনেমার পরিকল্পনাও হচ্ছে। তবে এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত কোনো কথা বলতে চাই না।

বিপরীতে কে আছেন জিজ্ঞেস করা হলে তিনি বলেনআমার নির্দিষ্ট কারও সঙ্গে জুটি হয়নি। ছোট-বড় সবার সঙ্গেই কাজ হয়। নতুনদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নতুনদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। নতুন বছর নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, গান এবং ভালোবাসা দিবসের একটি কাজ আর ছবি নিয়ে পরিকল্পনা আছে। চেষ্টা করছি ভালো কিছু করার।’

বছরের শেষে এসে একটা নতুন খবর দিতে চাই। আসছে বছর আমার একটি গান আসছে আবার। সেটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। আপাতত সেটারই পরিকল্পনা করছি। তবে এটা তাহসান ভাইয়ের সঙ্গে নয়। এই বিষয়েও চমক আছে।’

Leave a Reply

scroll to top