নওগাঁয় অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভা

New-Project-74-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্মীসভা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নওগাঁ জেলা শাখার আয়োজনে সকল উপজেলা সদস্যদের জেলা সদরে চক এনায়েত উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সাবেক আহবায়ক ওলামা দল নওগাঁ জেলা শাখার সহকারী অধ্যাপক মুহম্মদ সেকান্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম মাওলানা মো. ইনামুল হক মাজেদী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক জেলা বিএনপি নওগাঁর জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু। আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি সদস্য সচিব জনাব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি।

প্রধান অতিথির বক্তব্যে ইনামুল হক বলেন, জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের আমরা জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করব। পরে তাদের নির্দেশ অনুযায়ী উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পরবর্তীতে সরকার গঠন করতে পারলে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী দেশের উন্নয়নে আত্মনিয়োগ করব।

অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ কমিটি গঠনের বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এই দলের সদস্যকে অবশ্যই হযরত মুহাম্মদ (স.) এর সুন্নত অনুযায়ী ও তারেক রহমানের দলীয় নির্দেশনা মোতাবেক ইসলাম শরীয়তের জ্ঞান সম্পন্ন অথবা মাদ্রাসা পড়ুয়া একজন আলেম হতে হবে। ইসলামী শরীয়ত সম্মত পোশাক পরিধান করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

পরিশেষে, উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে মুহাম্মদ সেকেন্দার আলীকে আহ্বায়ক নির্বাচিত করে এবং প্রতি উপজেলায় এক জন যুগ্ম আহ্বায়ক সহ ১০১ নিয়ে একটি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি সামনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারেক রহমানের হাতকে শক্ত করে সরকার গঠনে সক্ষম হয়। সকলে মিলে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও কেন্দ্রীয় কমিটি ও সদস্য ওলামাদল মাওলানা মো. তাজউদ্দীন খান ও মাওলানা এনামুল হক, ইঞ্জিনিয়ার মাওলানা মো. জামাল উদ্দিন ফয়েজি ও মাওলানা মো. আব্দুর রাজ্জাক সহ জেলা সকল উপজেলার ওলামা দলের আহ্বায়কসহ সদস্যবৃন্দ।

Leave a Reply

scroll to top