নওগাঁর ধামইরহাটে যৌথ বাহিনীর সমন্বিত দলের মাধ্যমে উপজেলার ইসবপুর ইউনিয়নে ১টি টাক্সফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার ইসবপুরে এস.আর. এম ব্রিকস ফিল্ড নামক একটি ইট ভাটায় জেলা প্রশাসকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা ও গ্রামীন সড়ক ব্যবহার করে রাস্তা ক্ষতিসহ টপসয়েল নেওয়া এবং জ্বালনি পোড়ানোর দায়ে ভাটার প্রতিনিধি বাচ্চু মিয়াকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
এ সময় তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ প্রদান করে ভবিষ্যতে জেলা প্রশাসনের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সকল বিধি বিধান অনুসরণ করে ইট ভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় একই অপরাধ না করার শর্তে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় পত্নীতলা আর্মি ক্যাম্পের সার্জেন্ট মো. শিমুল খানসহ যৌথ বাহিনীর সদস্যগণ উপস্থিত র্ছিলেন।