ধানমন্ডি ৩২ বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠছে। বুধবার রাত ৯টায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন—এই ঘোষণার পরই ধানমন্ডি ৩২ -এ ছাত্র-জনতার ক্ষোভ দেখা দেয়। সরকার পতনের ছয় মাস পর যেখানে আওয়ামী লীগের প্রচারণামূলক কোনো কাজ নিষিদ্ধ, সেখানে এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ বিক্ষোভ শুরু হয়।. রাত আটটার দিকে শত শত বিক্ষুব্ধ মানুষ সেখানে গিয়ে ভাঙচুর চালায়। পরে আরও অনেকে এতে যোগ দেন। ভাঙচুরের একপর্যায়ে রাত পৌনে নয়টার দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। এক্সকাভেটর ও ক্রেন দিয়ে রাত তিনটা পর্যন্ত ভবনটি ভাঙা হয়। সকাল থেকে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। উপস্থিত জনতার দাবি, ভবনের বাকি অংশ ভেকু দিয়ে ভেঙে সম্পূর্ণ সমতল না করা পর্যন্ত কর্মসূচি চলবে।
প্রত্যক্ষদর্শীদের মতে:
ধানমন্ডি ৩২ বিক্ষোভ এখনো নিয়ন্ত্রণে আসেনি, পরিস্থিতি উত্তপ্ত।
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, তবে জনতার সংখ্যা দ্রুত বাড়ছে।
বর্তমান পরিস্থিতি কোথায় গড়াবে, তা এখনো নিশ্চিত নয়।
নতুন আপডেটের জন্য ২৪ ঘণ্টা বাংলাদেশ -এর সঙ্গে থাকুন।