পুলিশ ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে ধরে লাখ টাকা উদ্ধার

New-Project-2025-03-15T173213.080.jpg
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ে ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।

শুক্রবার (১৪ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকের এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীম গণমাধ্যমকে বলেন, ‌‘এ ঘটনায় মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা বাস থেকে নেমে কুমিল্লার সাহাবুদ্দীন চিৎকার করছিল যে তার টাকা ছিনতাই হয়েছে। সেখানে দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহরাব হোসাইন।

তিনি তখন সন্দেহভাজন কয়েকজনকে আটক করে রাখেন। এরপর তাদের কাছে তল্লাশি চালিয়ে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

সোহরাব হোসাইন বলেন, ‘উত্তর সিগন্যালে নামার পর ওই যাত্রী বলেন, হায়হায় আমার টাকা চলে গেল। তখন দেখলাম একজন দৌড় দিয়েছে।

আর দুই-তিনজন এদিকে আসছে। সন্দেহ হওয়ায় তাদের আটক রাখলাম। আর যে দৌড় দিয়েছে তাকে ধাওয়া দিয়ে ধরলাম।’

পরে আটকদের মধ্যে তল্লাশি চালিয়ে ওয়াসিম নামে একজনের পকেট থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। সেই টাকা সাহাবুদ্দীনকে তুলে দেওয়া হয়েছে।

আটকরা হলেন ওয়াসিম, সুমন ও সাগর। এদের মধ্যে ওয়াসিম মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। আর সুমন ও সাগর মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী সাহাবুদ্দীন গণমাধ্যমকে বলেন, আমি বাস থেকে নামার সময় পকেট থেকে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরে আমি বুঝতে পেরে চিৎকার শুরু করলে পুলিশের সার্জেন্টরা দৌড়ে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময়ে মসজিদের দেওয়া অনুদানের ১ লাখ টাকা ওয়াসিম নামে ছিনতাইকারীর কোমর থেকে উদ্ধার করা হয়।

Leave a Reply

scroll to top