ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির কার্যকরের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন হল গুলো প্রদিক্ষন করে ক্যাম্পাস মেইন গেইট সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকর্ড দেখা যায়, ধর্ষকের ঠাঁই না’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’; ‘মাগুরায় ধর্ষণে অভিযুক্ত নরপশুদের বিচার চাই’; ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক’; ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’’ ইত্যাদি।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “শুধু মাগুরায় নয়, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে সারা দেশেই ধর্ষণের ঘটনা বেড়েই চলছে । ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের কঠিন বিচার না হলে সমাজে এর পুনরাবৃত্তি চলতেই থাকবে । আমরা চাই, ধর্ষকদের দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে গেলে ভয় পায়।”
এ সময় শিক্ষার্থীরা “ফাঁসি চাই ফাঁসি চাই,ধর্ষকের ফাঁসি চাই”; “আমার সোনার বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই”;”তুমি কে আমি কে,আছিয়া আছিয়া”; ” উই ওয়ান্ট উই ওয়ান্ট,জাস্টিস জাস্টিস”; “দড়ি লাগলে দড়ি নে,ধর্ষকের ফাসি দে” “সারা বাংলায় খবর দে,ধর্ষকের কবর দে” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
নারী শিক্ষার্থীরা বলেন, “ধর্ষণের শিকার হওয়া নারীর পোশাককে দায়ী করা বন্ধ করতে হবে। ৫-৮ বছরের শিশুরাও আজ নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ও কী বোরকা পরতে হবে? তারাও কী পর্দা করে ঘরে বসে থাকতে হবে? মনমানসিকতা চেইঞ্জ করুন।
তারা আরও বলেন,”সরকার শুধু আশ্বাস দিলেই হবে না, ধর্ষকদের প্রকাশ্যে ফাসি দিতে হবে। না হয় আমরা আবরও রাস্তা বন্ধ করে দিব।”