প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতিতে বলেছিলেন অবৈধ অভিবাসীদের দেশছাড়া করবেন। আর দায়িত্ব পাওয়ার আগেই সেই নিয়েই তোড়জোড় শুরু করেছেন ট্রাম্প।
সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি নেই এমন লোকদের গণপ্রত্যর্পণ ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেছেন, ‘অভিবাসীদের প্রত্যর্পণে কত খরচ হবে, তা বড় প্রশ্ন নয়। আসলেই আমাদের কোনো বিকল্প নেই। অবৈধ অভিবাসীরা মানুষ খুন করেছে, মাদক ব্যবসায়ীরা দেশকে ধ্বংস করেছে। এখন তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’